অগোছালো এলোমেলো
তবুও তা অপরূপ হলো
বিষয় কাণ্ড জ্ঞানহীন
তবু তা প্রকাণ্ড রঙিন ,


কথা নাই দেখা নাই
তবু ভরে থাকে বুক,
এক আকাশের বাতাস পাই
এই শহর আমার সুখ ।


অচেনা গাছ অচেনা সড়ক
গৃহ অট্টালিকা সব অচেনা
চলতে চলতে চেনা বাহক
বাড়ায় শুধু লেনাদেনা।


মনে হয় সব
একান্ত  অমল অনুভব ,
চেনা সবুজ চেনা পাথর
আপন হয়েছে এই শহর ।


মায়া মমতা আদর
পূর্ণ হৃদয়ের মেলা
হয়েছে আমার এই বেলা
যখন তোমার এই শহর ।


জমে থাকা আনাচে কানাচে
রুপসার জোয়ারভাটার সাজে
উত্তাল দু:খী ঢেউ  
আমার মত বুঝবেনা আর কেউ ।


দমকার মত ছুঁয়ে চলে যাওয়া
লেখা থাকবে জলে বাতাসে
লেখা থাকবে স্মৃতির আঁখরে
প্রেমময় তিলোত্তমা শহরে ।