অন্ধকারের মৌনতা ভেঙ্গে আসে রূপসী রাত
সখী ঘর থেকে বাইরে আসো ধরো আমার হাত,
রাতের শরীরের এমন আচ্ছন্নতায় ডুবিনি আর
সখী তোমার অভিমান ফেলে খুলে দাও দ্বার।


দেখো এনেছি হাতের মুঠোয় যৌবনা জোছনা
বুকেতে রাখো ভরে দেখবে ঠিক ফুরবে বেদনা
এই বিস্তৃতি মাঠ সবুজ ক্ষেতের গায়ে এসে থামে
এমন উন্মাতাল জোছনা ছুঁয়ে বেয়ে বেয়ে নামে।


হিজল তমাল দেবদারুর সাথে কুয়াশা ফুরায়
আনকোরা জোছনা দিয়েছে মনেতে বনেতে ঠাঁই।
ভাবনার আকাশে ভেসে আসো জোছনার যৌবনে
এই ক্ষণে ভাবছি জোছনার মত রূপসী প্রিয়া অবিরত।


কতদিন সুখ বিলায় না একলা একা জমায়
এসো এই রুপোলী চাঁদ তুলে দিব তোমায়,
এসো দুজনে সবুজে সবুজে লেনদেন বন্য
ঐশ্বর্যবতী প্রিয় লুটে নিও তোমায় পেয়ে রাত আজ ধন্য।