ওরে প্রাণপ্রিয় পুত্র
ওরে তুই যে আমার নয়ন,
তোর চোখেতেই দেখব দুনিয়া
সারা জগৎ ভুবন ।।


ওরে প্রাণপ্রিয় পুত্র
তোর চেয়ে কে আছে আপন।


ওরে পুত্র তুই আমার বৃক্ষ
ভরে উঠবে সবুজ
বুকেতে বোনা মহীরুহ ।।


তুই যে আমার
সব যে আপন দু:খ,
ওরে পুত্র ছায়ায় মায়ায়
তুই ভুবনের সখ্য ।


ওরে তুই যে ভাল
তুই যে আলো
সেই আলোতে ভরে দে
আমার শূন্য ভুবন।


ওরে প্রাণপ্রিয় পুত্র
তুই যে আমার নয়ন,
তোর চোখেতেই দেখব দুনিয়া
সারা জগৎ ভুবন ।।


ওরে প্রাণপ্রিয় পুত্র
তোর চেয়ে কে আছে আপন।