মুক্তিযুদ্ধকে ধারণ কর
মুক্তিযোদ্ধাদের তুলে ধর
মুখে বুকে আর মগজে,
শুধু জেনো স্বাধীনতা হয়নি
আমাদের এত সহজে ।


সদা শিকড়কে জানো
দেশমাতৃকার কাঠামোকে আনো
দেশের টানে চেতনায় থেকো মানবিক
তাতে হবে দেশপ্রেমিক ।


পাকিস্তানের বৈষম্য
ছিল না এতটা কাম্য ,
বায়ান্নর ভাষা আন্দোলন ছেষট্টির ছয়দফা
স্বাধিকারের দফা রফা,
আর জেনো সত্তরের নির্বাচন
জয় পেয়েও হলনা ক্ষমতায় আসন ।


স্বাধিকারের জাগরণ আর
বিশ্ব ঐতিহ্যের দর্শন
ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ,


পঁচিশে মার্চের কালরাতে অতর্কিতে
পাকিস্তানী বাহিনীর হত্যা আক্রমন
পাকিস্তানী জানোয়ারদের কর খতম ও দমন ,
শুরু হল মহান মুক্তিযুদ্ধ
পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু রুদ্ধ,


অস্ত্র নাও হাতে জনে জনে এ যুদ্ধ  মহান ,
বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণায় উদাত্ত আহবান ।
বর্বরোচিত অমানবিক আর পাষণ্ড
চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড,


নয়মাসে  একাত্তর গৌরবে উঠে গর্জে
প্রজন্মের চেতনায় জাগুক তা শৌর্যে বীর্যে ,
নয় মাস মুক্তিবাহিনীর ত্যাগ তিতীক্ষা গর্জন
এলো সেইক্ষন ষোল ডিসেম্বরে্র বিজয় অর্জন ।


আছে রক্তের দেনা
রক্তের দামে কেনা,
রক্ত মাখা মানচিত্র আঁকা
তোমার আমার আমাদের সকলের
লাল-সবুজের এই পতাকা ।



            ২)


     সংখ্যায় স্বাধীনতা


  নয়মাসের মহান মুক্তিযুদ্ধ,
মার্চে বঙ্গবন্ধু হলেন কারারুদ্ধ
এগারটি সেক্টরে বিদ্যমান
এগারজন সেক্টর প্রধান ,
চরম দামে কেনা স্বাধীনতা একটুও নয় কম
ত্রিশ লক্ষ শহীদ আর চার লক্ষ মা বোনের সম্ভ্রম ।


সেইসব বীরেরা থাকে সর্বাগ্রে
তাদের অবদান সদা শ্রদ্ধায় স্মরণে থাকে,
সাত বীরশ্রেষ্ঠ, আটষট্টি বীর উত্তম,
চারশো ছাব্বিশ বীর প্রতীক একশো পঁচাত্তর বীর বিক্রম ।


স্বাধীনতার অগ্রগণ্য  যে নামে নড়েছে টনক
তিনি বঙ্গবন্ধু জাতির জনক,
তিনি একমাত্র একজন মহান নেতা
এই আমাদের সংখ্যায় স্বাধীনতা ।