একলা আসা একলা যাওয়া নিত্য
অচেনা ব্যথায় ভরছে বেদনার বৃত্ত,
অবেলায় আকাশে এত কালো মেঘ
যেন উড়ছে ভেতরের বিষণ্ণ আবেগ ।
চোখের ভেতর জমে শিশির
বিন্দু বিন্দু ঝরেনা ঘাসে
ভাঙ্গছে বুকের নদীটির তীর
ফুলের গন্ধ ছড়ায় না বাতাসে ।
উগ্র চৈত্রের মত খাঁ খাঁ হৃদয়-ভূমি
সবুজ ছায়ার আশ্রয় শুধু ই তুমি,
আবারো চোখে ভরে দেখব সুন্দর
সুবাস টুকু ভরে থাকবে অন্তর ।