তোমার আমার প্রেম  
কখনো সাদা কালো কখনো রঙ্গিন,
কখনও  দূরত্বের দূরে
রাত আর দিন ।


মাঝে মাঝে অভিমানের বাড়াবাড়ি
উত্তপ্ত মস্তিষ্কের বাক বিনিময়  আহাজারি ,
সবটুকু যোগাযোগ বন্ধ,
কদিন গেলেই মনে হয়
কিছুই দেখিনা আমি
তুমি ছাড়া সবটুকু অন্ধ ।



সুগন্ধ নিতে পারিনা অনুভূতি ভোতা  
ফটুক যতই গোলাপ বেলি জবা ,
তুমি ছাড়া কিছুই বলতে পারিনা
হয়ে যাই নির্বাক বোবা ।


শেষ থেকে শুরু করে ক্ষমা,
একটু একটু করে হয়েছে জমা
তা থেকে অনায়াসেই বিলি বণ্টন
আবার শুরু লেনদেন দুটি মন ।


মনের অনুকূলে কিংবা প্রতিকূলে জাগলে মন
জোর করেই হয় তাতে সুখের প্রতিস্থাপন ,
সুখগুলো ভরে যায় রুপালী জোছনায়  
সুখগুলো ফুরায় নামে ঘন কুয়াশা,
পা থেকে চুল হয়ে যায় ব্যাকুল
মুঠোফোনে শারীরিক ভালবাসা ।


তবুও দিনশেষে
গভীর রাতে শূন্য বার্তা আসে ,
শূন্য টুকুই করে পূরণ
অনুভবের বন্ধন ,
ফিরে ফিরে আসি
মন বলে সত্যি তোমায় ভালবাসি ।