ফুটলে কদম্ব বর্ষা আরম্ভ
শরতের দূত সাদা কাশফুল ,
কুঞ্জ-ছায়ায় মনে মননে সুতীব্রতা
শরৎ মানেই কাশফুলের শুভ্রতা ,

আকাশের নীল হৃদয়
সাদা মেঘের আশ্রয়
বুকে তার মেঘদল ফুটে মেঘফুল
এসেছে শরৎ ফুটেছে কাশফুল ।

দ্যাখো মোহন রূপে  
মাতাল শুভ্রতার মৌতাতে
গন্ধ হারিয়েছে শিউলি বকুল ,
পথ ভুলে যৌবনা নদী হারিয়েছে কুল।

অমল অনুভবে মোহনীয় স্পর্শে
ফোঁটা আলোর কমল
গগনে বদনে আবরণে
ছেয়ে গেছে ধবল ,

মনে প্রাণে বোধনে
সুনিবিড় কোমলতা পরতে পরতে
মিহি রোদে ঝিলমিল
কাশবন দোলে শরতে ।

নীল আকাশ স্পর্শ
করে সবুজ ঘাসে,
নদীর তীরে শ্বেতশুভ্র নীড়ে  
সাদা বনভূমির ভিড়ে ।

সুস্নিগ্ধ সুখস্পর্শে অনাবিল
মৃদু ছোঁয়া কাশে ,
শরৎ আসে এমন
করেই ফিরে ফিরে ।