নরম রঙের মোহন শাড়ি
হালকা আবছা বুক
উড়াল দিয়ে যেতে পারি
টানে ব্যাকুল খুব ।


মুখের ঘ্রাণ আমায় জানে
জিভের জল আমায় চেনে ,
সুঢৌল পৃষ্ঠদেশ স্নায়ুবিক
লোভটুকু আমায় খুব টানে ,


সাদা বকের মত শুভ্র
স্নিগ্ধ উর্বর উদরভূমি
চাঁদ কুন্ডলির মত নাভি
লোভাতুর নিবিষ্ট আকাংখার দাবী,


সেই চাঁদের সুরভী
জিভে নাকে আস্বাদ চাই,
চোখ বুজে অতলে হারিয়ে যাই ,
তোমার জন্য অন্ধ পাগল এক কবি ।