সখী কয় আইলো
তর লগে যাইলো,
প্রাণ খুলে গাইল,
দীঘির জলে নাইলো ।


সখীগো সখী
পরান পাখি
অবিরাম চেয়ে থাকি,
তোমায় শুধু ডাকি ।


পায়ে বিন্দে কাঁটা
কান্দে বুকফাটা
তবুও ব্যথায় সখী
আহা পরান পাখি ,


বাড়ে আর  রান্দে
জেগে থাকি তার
ছন্দে ছন্দে নিরানন্দে ।


চোখ খুলতেই দেখি
উড়াল পাখি,
উড়ছে দূরে দূরে ,
পরান পাখি উড়ে গেলেও
পরানেই  ঘুরে ।