সারসের শুভ্র ডানা
বিষন্ন বিকেলের বায়না
একসাথে রয়,
একবার দেখব তোমায়
উড়াল দাও পাখি
হয়ে আমার আয়না ।


পাহাড় নদী আচল বিছিয়ে
তোমার জন্য বানায় তরী,
সবুজ কাননে লাল ফুলে  
আহা ফুটেছে আমার পরী ,


দুরে গেলেই ফুরায় না মেঘ
জল হয়ে ঝরে বিষন্ন আবেগ,
মেঘের দেশে বনপাংশুলের জরী
আহা উড়ছে আমার লাল পরী |