একটা মানুষ ছিল অজানা
ধীরে ধীরে টেনে আনে নীড়ে
এখন সব কিছু তাকে ঘিরে
সেই তো আমার সুখের ঠিকানা ;


বেদনার দামে কেনা
একটা মানুষ ছিল অচেনা
বারে বারে আসি ফিরে
সেই গভীর নদীর তীরে ;


একটু আড়াল হলে নয়ন ঝরে
বুকের ভেতর কেমন করে ,
তুমি শুধুই আমার জন্য
তোমায় পেয়ে হয়েছি ধন্য |


তোমায় পেয়ে পেয়েছি সুখের ঘর
যেয়োনা ছেড়ে কখনো ভেবে পর ,
উজাড় করে দিয়েছি  মন
জীবনভর এভাবেই থেকো আপন |


ভেংগে সব কষ্টের বেড়াজাল
সুখ পাখির পেয়েছি নাগাল ,
এত দিনে মেলেছি সেই ডানা
এইতো আমার সুখের ঠিকানা |