কেউ কেউ হয়ত বলতে পারো
নিজেদের ভুলে আমাদের
ছেড়ে দিয়েছেন পৃথিবীতে
তিনি নেই আমাদের জুড়ে
তিনি আছেন দূরে বহুদূরে !


কেউ কেউ হয়ত বলতে পারো
অনেক ভাবনা তোমার আরও
- কিভাবে তিনি থাকতে পারে
বান্দাদের ছেড়ে !


বান্দা   অনেক দেশ পৃথিবী জুড়ে
আজ রাতে হয়ত অনেক দূরে
দৃষ্টির বাইরে অনাহারী দুর্বল শিশু কাঁদে
কিভাবে তিনি এসব দেখেও থাকতে পারে ?


তাদের বলছি শোনো
শুধু এই টুকু জেনো
ঐ কান্না চোখের গভীরে
কাউকে দেখো অশরীরে ?


  হৃদয়কে সেথা নিয়ে যায়
  তিনি ছাড়া নাই উপায়  
প্রতি বিন্দু চোখের জলে
তিনি লুকিয়ে আছেন অতলে ||


তিনি সেই অশ্রু যা ফোটায় ফোটায় ঝরে
তিনি সেই হাত যা কপাল মুছে যখন অশ্রু পরে
বান্দার দু:খ বিবাদে
মুখের উপর শব্দহীন কাঁদে ;


ভাল আর মন্দ খুব সোজা পছন্দ
যা দেন তাতে ও যা অদৃশ্য তাতে
বিরাজমান ব্যাকুল মন
খোদা তোমার দয়া সদা প্রয়োজন ,
প্রতি বিন্দু চোখের জলে
যিনি লুকিয়ে আছেন অতলে ||


Inspired by -'In every tear , he is there' by sami yousuf