কেন তবু হয় না তালাশ
যে আমারে ভাবে একান্ত আকাশ,
চোখের ভেতর বুকের আদর
তবু নেয়া হয় না তার খবর।


যে আমারে ভাবে ঠাঁই
তারে কী আমি পাই ?
সে আমারে দিয়েছে বুকের সীমানা
কেন পাই না খুঁজে তার ঠিকানা।


যে আমারে রাখে পরানে
কেন তারে দূরে রাখি,
সারাবেলা সব ধ্যানে
তবু ভাবে দিচ্ছি ফাঁকি।


আমি যা ভাবি স্নায়ুর খেলা
তারে তুমি ভাবো অবহেলা,
সব টুকু আনচান অভিমান টান প্রিয়
বুকের সিন্দুকে ভরে লুকিয়ে রেখে দিও।


বাড়ছে একটু একটু রাত গভীর নিঝুম
আকাশে আলোর ঝলকানি উৎসবের ধুম,
ভালবাসায় ডুবিয়ে আজ রাঙ্গাব রঙ্গিন
শুভ হোক তোমার আজকের দিন ।