বুকের বাসনা
মিলন মোহনা
স্পর্শের আদরে
নদী আর সাগরে।


খুঁজে পাই যদি
বহমান নদী,
বুকে কামনার জল যার
দিব তোমায় উপহার।


চাঁদ ফুল মঞ্জরি
মায়া মুখ সুন্দরী
পা থেকে চুল তোমারে
আহা মরি দেখি নয়ন ভরে।


হৃদয় নি:শব্দ সারাবেলা সারাদিন
ব্যাকুল স্তব্ধ  দিশেহারা উদাসীন।
মন বিহঙ্গের দোল
ভেসে আসে কল্লোল।


জোটে যদি ক্ষুদ্র
একটি সমুদ্র
উত্তাল ভালবাসা বুকে যার
তাই দিব তোমায় উপহার।