তুমি আমার সেই
যার এক বিন্দু
এক তুরি অল্প কোন বিকল্প
হেথা সেথা কোথাও নেই ,


জলে অক্সিজেন শূন্য  হলে
মাছ যেমন প্রাণে বিপন্ন
শেকড় শুকিয়ে গেলে
গাছ যেমন জীবনহীনতায় আসন্ন ,

তেমনি তুমি আমার সেই
একটু খানি সরে গেলে বুঝি
আমার মধ্যে আমি আর নেই  ||


বুকের ভেতরের পোষা পাখি
একটুখানি উড়াল দিলেই
হারিয়ে ফেলি যে খেই ,
গভীর অন্তরের যে
উড়াল দিলেও সে
বুকের খাঁচায় ফিরবেই ,
তুমি আমার সত্যিকারের সেই |


তুমি আমার সেই
একটু শুধু আড়াল হলেই
ব্যথার বৃষ্টি  নামবেই
তোমার তুলনা তুমি বিকল্প কেউ নেই ,


তুমি আমার হৃদয়ভূমির হৃদয়
শূন্যতার গভীর আশ্রয়
হয়ে সদা সর্বদা থাকবেই ,
তুমিহীনা অবশিষ্ট আর কিছুই নেই
তুমি আমার সত্যিকারের সেই |