আমি পরম পিপাসা
তুমি শীতল জল,
মেটে না আশা
বুকে জ্বলে অনল;
তুমি জল আমি জীবন
তুমি ছাড়া বিরান ভুবন
তুমি ছাড়া অচল অচেতন
জল ছাড়া ভরে না মন ।
ফাল্গুনের গাছে আমি বিষকাঁটা প্রবল
তুমি কাঁটার সুবাস ছড়ান পূষ্প,
আগুনের আঁচে তুমি উত্তপ্ত জল
আমি তোমার সেই জলীয় বাষ্প।
ভেতরে গ্রীষ্মের তীব্র দাহ
ছুঁয়ে তুমি প্রখর চৈত্র ভাদ্র,
নেভাও বুকের তৃষ্ণা তুমি জল
আমি তোমার সেই জলের আর্দ্র |