তোমার বহিঃপ্রকাশ
তোমার আকাশ,
তোমার ঘর এই শহর
তোমার গাঁথা মালা
তোমাকে দেখবার জানালা ।


তোমার ভুমি
তোমার আমি
তোমার আঁকা ছবি
অন্তর্যামী হই আমি কবি ।


একলা কবি এই রাতে
কার শূন্যতায় কোন অজুহাতে,
লিখতে পারেনা কোন ব্যথাতে
কোন পাখিটার অভাবে
জ্ঞান থাকেনা  মাথাতে ।


এই শহরে তুমিহারা
সবই কেমন যথাতথা ছন্নছাড়া,
তুমিহীন মনমিতা
লিখতে পারেনা কোন কবিতা ।