কম সব হয়ে যায় বেশি
দেখলে পরান বন্ধুর মুখের হাসি,
ফুঁ দিয়ে ছুড়লাম মন্তর
ছুঁইতে পরান বন্ধুর অন্তর।


উদাস মন পাখি হয়ে উড়ে
বন্ধু কত দূরে তোমায় পাব কোথায় গেলে।।


পরান  বন্ধুর পরানের কাছে
যেন সব মায়া লুকানো আছে,
কোথা থেকে এত টান  আসে
মায়া ছাড়া প্রাণ কেমনে বাঁচে।


উদাস মন পাখি হয়ে উড়ে
বন্ধু কত দূরে তোমায় পাব কোথায় গেলে।।


বন্ধু বিনে বেশি সব হয়ে যায়  কম
পরান বন্ধু আমার একমাত্র উপশম,
পরান বন্ধু  মায়ায় মায়ায় মনমিতা
বন্ধু বিনে মিঠা সব লাগে খুব তিতা।


উদাস মন পাখি হয়ে উড়ে
বন্ধু কত দূরে তোমায় পাব কোথায় গেলে।।