ভালবাসা মানে মন
ভালবাসা মানে শরীর
ভালবাসা মানে ভুবন
ভালবাসা মানে গভীর ,


শরীর আর মনের
ঘনীভূত দ্রবন
পান করে একসাথে
দুজন দুজনার মরণ,


মরণ ছুঁয়ে স্নায়ু ছুঁয়ে কোষ
দলিত মথিত হয়ে মিটিয়ে আশ
বেরিয়ে  আসে একসাথে
  বুকে পোষা খরগোশ।


আরো একবার যদি
সেই  নির্জন একান্ত,
রক্তের আগুন নিভাতো
  উরু সন্ধির অতলান্ত ।


উর্বর বীজক্ষেত মন
হনন করে নিবিড়
শরীর হরণ করে শরীর
বুকের গভীর বন্দরের তিমির ।