ছেলে তোমার থামাও গতি
যাচ্ছ দৌড়ে অতি,
আসুক তোমার  সুমতি
নয়নে কিরণ জ্যোতি ।


ছেলে মেয়ের দল
কেনো এমন কোলাহল,
ছেলে তোমার হাত কোথায়  বাঁধা
হ্রদয়বিধিতে ছিটিয়ে থুথু কাদা ।


যুবক যুবতী খামোশ !
এভাবেই সবটুকু অবশ,
আমাদের নয় এ ভিন্ন আচার  
মেতেছো তাতেই আলোক আঁধার ।


কাছে দুরে কি নিকটে
এমনটাই ঘটে,
ভালবাসা থাকে সুনির্মল জলে হ্রদয়স্থলে
যেভাবেই নাও স্বাদ রূপ রস
ভালবাসার হয়না শুধু একটিমাত্র দিবস ।


সে যে এমন এক দেবী
নিজের ভিতর তারে নিত্যসেবী,
যারে ভাবছ উৎ্কৃষ্ট প্রকারে
আসলে তা দাবড় ঘোরের সাগরে ।


ছেলে তুমি খুঁজছ কিসের মাইন
হৃদয়বিধিতে শুধু শুধুই ফাইন ,
ছো মেরে মারো দেখি একটা বড় দাইন
তবে তোমার প্রতিদিনই ভ্যালেন্টাইন ।


ছেলে তুমি মেয়ের জন্য ভাংগো আইন
ঘষে  মেজে আঁধারে বাড়াও শাইন,
হ্রদয়ের বিধিতে শুধু শুধুই ফাইন,
মেয়ে আর ছেলের জন্য
প্রতিদিনই ভ্যালেন্টাইন ।


যুবক যুবতী খামোশ !
এভাবেই সবটুকু অবশ,
আমাদের নয় এ ভিন্ন আচার  
মেতেছো তাতেই আলোক আঁধার ।


কাছে দুরে কি নিকটে
এমনটাই ঘটে,
ভালবাসা থাকে সুনির্মল জলে হ্রদয়স্থলে
যেভাবেই নাও স্বাদ রূপ রস
ভালবাসার হয়না শুধু একটিমাত্র দিবস ।