হীরে মানিক পান্না
নয় বেশি অমূল্য ,
ঝরা ফুলের কান্না
সরে যায় ধুলো ।


ভাগ্য হাত ধরে টানে
গাঢ় আঁধারের রাত
আলোর বারতা আনে
অনন্ত নীল প্রভাত ।


দুজনার পথ অনিশ্চিত
তবু জীবনের ভিত
হৃদয়ে ভরে হৃদয়  
দুজন দুজনার গভীর আশ্রয় ।


উড়িয়ে সব ছল ছুতো
তোমার জাদুতে বশীভুত ,
সরে যায় কালো মেঘের দীর্ঘশ্বাস
তারায় তারায় ভরে আকাশ ।


স্বপ্নাবিষ্ট লাবণ্যময়ী রূপসী
মায়া মুখর ভুবন জুড়ান হাসি
তোমার মাঝে ফিরে ফিরে আসি
ভালবাসি ভালবাসি ভালবাসি ।


মন থেকে  প্রাণে
প্রাণ থেকে মনে
ভালবাসি ভালবাসি
একান্ত ভুবনে ।


(উৎ্সর্গ - নু জা কে , )