তুমি যখন কাব্য ফলাও
ভাব খেয়ালে মেতে।
     আমি তখন ফসল ফলাই
     বৃষ্টি ঘামে ভিজে।
                                    
      তুমি যখন প্রিয়ার চোখে
      সারা দুনিয়া দেখ!
আমি তখন ভাবি:                                
      আমার হারিয়ে যাওয়া গাভীটারে
      প্রিয়ার চোখে দিতে যদি দেখে।


      তুমি যখন প্রিয়ার হাসিত                
      রাঙ্গা রবি দেখ!
আমি তখন ভাবি:
      এই বুঝি হায় পৌষের খরায়                    
      জমি রবে পতিত


       তুমি যখন প্রিয়ার কেশে
       মেঘলা আকাশ দেখ।
আমি তখন ভয়ে মরি:
       মাঠ ভরা ধান ভাসিয়ে নিতে
       বান বুজি এই আসে!
          
       তুমি যখন প্রিয়ার বুকে                            
       স্বর্গ খুঁজে পাও
আমি তখন:
      শ্যামল মাঠে সোনালী ফসল ফলাই
      পরাণ জুড়াই মা ও মাটির বুকে।