কি লিখব!
চারপাশে যা দেখি তাই! যা শুনি তাই!
নাকি প্রতি নিয়ত যা ঘটছে তাই?              
তা কিকরে সম্ভব! আমার স্ত্রী আছে,
সন্তান আছে, আমার ভাল চাকরি আছে,
আমি ওসবের কিছু'ই হারাতে চাইনা।
আমিও মরতে চাইনা! সুবিধা চাই।
আমি কবি বা লেখক হতে চাইনা।


আমি সুখ শান্তি খ্যাতি চাই...
আমি আমার আঁখি কান বেধে রাখব
মুখে তালা মারব, আমি তালে তালি দিব
তোমাদের দেখানো শিখানো কথা বলব
আমি সুধী বুদ্ধিজীবি সমাবেশে বরেণ্য থাকব।
আমি তোমাদের স্বাধীনতায় স্বাধীন থাকব।