ভাল লাগে দেশকে নিয়ে বলতে,
দেশের কথা ভাবতে
মনে অসম্ভব একটা প্রশান্তি আসে
বিমান দেশের মাটি ছুঁতে ই
যখন আমার দুচোখ ভিজে উঠে,
ভাল লাগে ৭১ এর সাহসী বাঙ্গালীর গল্প
ছেলে মেয়েকে শোনাতে
তাদের কৌতূহল ভরা বিবিধ
প্রশ্নের বন্যায় ভেসে যেতে,


২১, ২৬,  ১৬ আজ আমি
মাথা উঁচু করে দাড়িয়ে আছি
অগণিত প্রাণের বিদায়ে
মুক্ত আকাশে পতাকার উত্তোলনে,


দূরে বসে আজও
ক্যালেন্ডারের পাতায় রেখা কাটি বছরের শুরুতে
মনে থাকে নিজেকে সাজাতে বিশেষ কিছু দিনে
ব্যস্ততা আর বাস্তবতায়
হয়তো ফিকে হয়েছে আবরণের প্রলেপ
মনটা এখনো বাঙালী ফ্রেমে সাজানো সতেজ,
সপ্তাহ শেষে বন্ধুদের সাথে প্রাণখোলা আড্ডা
নিজের ভাষায় কথা বলার আনন্দ
যেন এক অপার পাওয়া


ভালবাসবো দেশকে একইভাবে
যতদিন শ্বাস আছে
মনে রাখবো মা তোমার ব্যথা
সন্তান সমর্পনে
আজ আমি গর্বিত প্রাণ
এই দেশের মেয়ে হয়ে।