বধু,
চাঁদের আজ বড় ঈর্ষা
তোমার ভালবাসায় জ্যোতি র ঝিলিক
আমার আঙিনায় আলোর মিছিল,
চাঁদের আলো সেথায় ফিকে
তাইতো মেঘের আড়ালে সে
বারবার যাচ্ছে লুকিয়ে,
অথচ যখন আমি তুমিহীণা
এই চাঁদ, সেই তো আমার সাথী
আমার একান্তের অদিতি।


চাঁদের গা ঘেঁষে তারার মেলা
ওই মিটিমিটি তারার ভেলা
ইশারায় শুধায় মোরে
কেন আমি তোমায় ভালবাসি,
কথার পিঠে কথা
চোখে ঘুমঘোর আশা
রাত আর আমি
চাঁদের সাথে বিলোল মাখামাখি,
আশাবরী গুনগুনিয়ে প্রহর কেটে যায়
মনের গহণে আকুলি তানপুরা গায়।


আজ আমি আলিঙ্গনে আবিষ্ট
ও চাঁদ আমায় যেতে দাও
বধু আমার নিদালী প্রস্ফুট।