যখন লোকে আমায় বললো
তোমায় ভুলে যেতে
আমার দু’চোখ অনবরত কাঁদলো,
হাজারো প্রশ্ন, এলোমেলো জবাব
উঁচু নিচু ভাবনা
আবছা, কখনো বা আঁধার
ব্যস্ততা আর চাহিদার অন্তরালে
অশ্রু যেন আশ্রয় পেল,


ভুলে গেলাম লোক কথা
বসন্ত আসলো
হৃদয় হাসলো,
নকশীকাঁথার ছোট্ট গল্পে
ফেলে আসা ফোঁড়গুলো
তোমার কথা শুধালো,
না শোনার ছলে এড়িয়ে গেলাম
কিন্তু মন যে কেঁদে উঠলো
অধর পল্লবে নমিত শিহরিত বেদন
না চাহিলেও আবহ করে
চিরল প্রণয় প্লাবন,


মন দেয়া নেওয়ায়
সাক্ষী ছিল প্রহর
সাক্ষী ছিল মনন
চোখের দেয়ালে আঁকা ছিল
অবশিষ্ট কথন,


আমার একাকীত্বে নিবিড় সাথী
স্বেচ্ছায় চাওয়া নিশ্চুপ যামিনী
তোমার আচ্ছাদিত স্পর্শ সেথায়
আছোয়া বিনম্র কাহিনী
আবদারের পত্রে লেখা ছিল
ক্ষুদ্র এক নিবেদন
মনের আয়নায় রেখো না কোন
পরিমেয় রঙের স্বপন,
স্নিগ্ধ প্রীত প্রয়াণ
মায়ার সন্নিধান
অন্তর কে বাধিবো কি দিয়ে
তম প্রেমে স্নাত বিভোর লোচন।