নিরেট ধারায় প্রবাহমান
লোহিত সলিল
মস্তিষ্কের কোন এক দরজায়
অনাগত অতিথির শালিস,
পথের পাশে অবিচল কায়া
আমার এই বিশ্রামের পাশে
এখন শুধুই ছায়া।


তাতালা নাচনে রন্জ্ঞিত ভূমি
এলোপাথাড়ী লাথির খেলায়
নমিত ওষ্ঠের অশ্লীল ধুলো চুমি।


শ্লোগানের দহনে কম্পিত
চৌখন্ডী প্রাঙ্গন
দৈন্য দেহে ঐশ্বর্য প্রাণস্পন্দন।


সন্ধ্যাদীপ নির্গৃহ নয়নকূলে
ও পৃথিবী তোমার মায়ায়
নেশা খেলে।