রুহানি বারিধারা আমারই রবে
নিয়ে যাও বাকী সব
দু হাতে যতটা পাও,
আঁখি কোলে জলের খেলা
এক বিন্দু, দুই বিন্দু
গড়িয়ে পরা আদর
যদিও বা চাও,
আমারই একান্ত আপন ওরা
তোমার হঠ্যাৎ পাওয়া সুখের দ্বারে
পাবেনা সেই কদর।


আমায় কিছুটা শূন্যতা দাও
যতটুকু মনে পরে, তোমার ছায়া সমুদয়
সবটুকু হৃদয় দিয়ে বেসেছিলাম ভাল
দুই জনমে ও মুছবে না সেই আলো।
দেহ নিয়ে ফিরে এসেছি,
অন্তরাত্মা সেতো রেখে এসেছি
প্রতি শ্বাসে এই দেহ কেঁদে কয়
আজও কেন তারে দিচ্ছ না বিদায়।


যেতে দিয়েছি, জানতে চেয়োনা কেন
যদি পারো শুধু মনে রেখো
ভালবাসায় থাকে পাগলামি
বেঁধে রাখায় ভাসে অস্থিরতা,
তোমায় হারিয়ে ভয় নেই
সুখের নীলিমায় স্বপ্ন লেপে দেই।