পূব আসমানে পীতছটা
বউগো ওঠ, উদরে নিদয় ক্ষুধা
কাপড় টানো দুয়ার খুলি
প্রভাত রাশ সুধা মাখি।


করো কি, করো কি
মাথা খাও মায়া,
বেশরম কবে ভোরের পাখী।
রাইতের ঘুম বনবাসে দিলাম
সিঁথির সিঁদুর দেয় সাক্ষী।
সবুর করো গুছায়ে বসি
এলোমেলো বেশ কায়ায়
ঘুমের বাসর, লোচন ভারী।


ময়ূরী আমার অহল্যা ভূমি
নিঘূম যামিনীর সাথী আমি,
নিটোল দ্বীপ, লোলুপ প্রীত
বুকে আসো অনুরন্জ্ঞন
নন্দনকাননে বাজে সুখগীত।