সুখের সাথে আপোষ করায়
আমি অমত করেছি
তুমি বিরক্ত হয়েছো,
কেন, আমি জানতে চাইনি।
যখন মানসিক বসবাসে
আমি আপত্তি করেছি
তুমি অসন্তুষ্ঠ হয়েছো
কেন, আমি জানতে চাইনি।
আজ
আমার বুকের খাঁচায় ক্রোধ জমেছে
তোমার শহুরে হাওয়া নদের কোলে
অসমান ঢেউ তুলেছে,
আমার বিজন গৃহে কেবল নিশীথ বাতি
মমঃ ওষ্ঠ ছুঁয়ে নন্দিত চোখেরও বারি
কেন, জানতে চেয়োনা।


মন আমার আজও হারায়
সেই খোলা জানালায়
সেখানে গাছের পাতাগুলো কেবল দুলছে
বিরতীহীন ভালবাসা বিলিয়ে যাচ্ছে
একে অপরকে ছুঁয়ে ছুঁয়ে ভালবাসছে
আমি তো ওদের কেউ নই
তবু কেন আজও মনে পরছে
না চাইতেও চোখ দুটো বারবার
সেই লাগামহীন ভালবাসা উপভোগ করছে।
কাকজ্যোৎস্না আজ বুকে জলোচ্ছ্বাস তোলে
আমায় প্রশ্ন করোনা
আমার অন্তর কাঁপে.........
আমার সকল স্পন্দন যেন আটকে আছে
নিটোল সেই মায়ার ফাঁদে।