ভালোবাসায় ইর্ষা প্রতিজন অধিকার
আপোষে সম্মতি নারীর অলংকার,
সমাজের ধিক্কার একশ্রেণীর প্রাপ্য
নিয়মের অলংঘন যেন অলিখিত গ্রাহ্য।


নীল পিপাসায় কাতর পুষ্পকলি
চারপাশে ভীড় একাধিক মালী,
হচ্ছে না কাব্য, কেঁটে যাচ্ছে ছন্দ,
বলোনা তুমি কিছু
মৌনতা আমার বড়ই অসহ্য;


মুখে আমার হাসি , চোখে বিরক্তি
আমার সব প্রিয় তে ,তোমার আপত্তি।
শ্লোগান ভালোই  শোনায়
তোমার নিরন্ন গলায়
বিকেলের পড়ন্ত রোদে
প্রেমিকার আঁচলের ছাঁয়ায়।


কথাগুলে রয়ে যায় বুকের কোটগড়ায়
কিছুক্ষণ খুনঁসুটি
অতঃপর
আমার ভালো লাগে বয়ে চলা
সময়ের সাথে কিছু কথা বলা,
মিষ্টি ঝাঁলের স্বাদ যেখানে
নিছক মায়ার খেলা।