আমার পাশে এভাবে কেঁদোনা
আমিতো এখানে নেই
এখানে আছে আমার দেহ,
নিথর অনুভূতিহীন
পচন, নিশ্বাস স্তব্ধ।


আমি আছি ভোরের বাতাসে
সকাল যে আমার বড়ই প্রিয়,
আমি আছি মধ্যাহ্ণের আলস্যে
ঘরে যে আমার আপন স্বপ্ন।


আমার শয়নে রেখেছো আঁধার
নিস্তব্ধতার পাহাড়,
আমার দেহ ছিল ক্লান্ত
মন হয়নি পরিশ্রান্ত
কেন যেতে দিলে আমায়?


আমার পাশে কেঁদোনা
তোমার অশ্রু কেবলই ব্যথা দেয়
আমি আছি সবুজ ঘাসে
চিরতায় মন কষণ পায়।