ফাঁকা চোখে এ ছিল শুধুই
এক ছুঁচের ছোঁয়া
ধীর গতিতে আগমন
নরম মসৃণ ত্বক স্পর্শে
চোখের পাতার পতন
সবার্ঙ্গে মৃদু নাচন
ধমনী ধমনী তরঙ্গিত
চিরানন্দ স্বজন।


কখনো বা এই ছুঁচ কাহিনীর রচয়িতা
একই কাঁথায় এঁকে যায়
আপন বুকের কথা,
কখনো উত্থান, ভালবাসার আহবান
মন যদি চায়
গেঁথে যায় কান্নার তুফান।


কিন্তু
আমার শরীরে এ কিসের কাঁপন
অদৃশ্য রুপালী ছুঁচ
এলোপাথাড়ী বৃষ্টির ছলে
প্রবাহিত শিথিলতার বশীকরণ,
সারা দেহে বিঁধিলো আনীল দংশন
রাগ পুরিয়া সুরে
ধমনীতে আজ আপ্ত স্পন্দন।


ভাল লাাগছে না এই অহোরাত্র আদর
চারপাশে যখন আনন্দ
আমার কেন সহন,
বুকের ভেতর তৃষ্ণার বিষ
বদ্ধ কোঠরে অতৃপ্তির গীত
আমার সবার্ঙ্গে নশ্বর বেদন
ছুঁচের সেই ক্ষুদ্র চোখে
জয়ের স্বপন।


আমার একাকীত্ব আজ বর্ণহীন
শূণ্যতা সেথায় ভরছে
রুপালি শিথিল।