আমি বন্ধুত্বের হাত বাড়িয়েছি
আজ আর ভয় কিসের?
আমি দ্বিদ্ধা-দ্বন্ধ্বকে ছুটিতে পাঠিয়েছি
তবে আর বিবেচনা কিসের?
আমি দিনকে রাত বলেছি
সবুজকে নীল,
ঠিক যেমন তুমি চেয়েছো
একেবারে মনস্থঃ নিশ্চিত
তবে.... আর রচনা কিসের।


আমি কবিতায় আড়াল রেখেছি
শব্দমালায় অনুভূতি শিথিল
আমি আপনের ভীড়ে পর সেজেছি
শুধুই শ্বাস ছিল উপস্থিত।
আড়চোখে তুমি গল্প গেঁথেছো
হৃৎপিন্ডে বেজেছে বীণ
প্রতিটি সেকেন্ড ছিল বন্দী কারাগারে
জানি তুমিও, আমি হীন।


যখন
ঘড়ির কাটায় জমছে ধুলো
মিথ্যে অবহেলার ছলে
হৃদ কপটে রোষের বসত
ভালবাসার কোলে।
হয়েছে অনেক ছেলেখেলা
এবার রক্ষী কর মোরে
তোমার রোদসী মহলে।


শোন প্রিয়
তবে আর দেরী কিসের...........