বিষাদ কোন অসুস্থতা নয়,
সে যদি ঠাঁই চায়
কিছুটা সময় তারে দিও
আত্মার প্রশান্তির জন্যে
তাঁর বড়ই প্রয়োজন,
যখন মনে হয়
তুমি দাঁড়িয়ে কিনারায়
একটু হাওয়ার ছোঁয়া আর
সকল প্রস্তুতির বিপর্যয়
বিষাদ কে জড়িয়ে ধরো,
যে যে রঙে সে রাঙায় তোমায়
তাঁর ছাঁচে নিজেকে ঢালো,
কিছুটা সময় তারে দিও.......


সমুদ্রের নোনা জল সে,
তারে বয়ে যেতে দাও
কখনো দুর্গম কখনো স্বজন
সাঁতরে ওঠো,
আপন তালে তার পেয়ালা ভরো।
বিষাদ ষখন জীবনসঙ্গী
কখনো সে প্রেয়সী, কখনো দোসুতি
তবু তারে কাছে ডেকে নিও।