আকাশ ভাঙ্গা বারিধারা
যেন মেঘ চিরে ফোয়ারা
বেলোয়ারী সাজে ছলনাময়ী
জগৎকোলে প্রেয়সী ছোঁয়া।


আমার জানালা ভেদ করে
শ্বেত নগ্ন পদযুগলে
চুম্বনের নলিয়া,
একবার দুইবার
অল্প অল্প কম্পন
চোখের পলকেই হরিৎ হৃদস্পন্দন।


আমার মনটা কেন ভেজা,
চোখের কোণে প্রণত জলছ্বাস
হারিয়ে যাওয়া দীর্ঘশ্বাস।
রাতের গল্পে অর্ধ সমাপ্ত কথা
কখনো হাসি, কখনো সক্ষতা,
ভাবতেই মন যেন বলাকা
মেঘ ছুঁয়ে যাওয়া রুপকথা।


জানালা গলিয়ে আমার অবয়ব
কি মিষ্টি স্বাদ
যেন অমৃত সেবন,


আমার আর বৃষ্টির মাঝে
নেই কোন আড়াল
এতটা কাছে কেন
তুমি কখনো আসোনা।


বাতাসে খেলছে মিষ্টি সুবাস
আমার ভাল লাগা সুর
আর ননীর পিয়াস।
মণিহারী মন আমার
শপিলো তথা
জগৎ সংসার অমূলক এখন
দিগঙ্গনা বর্ষনধারা।