সব আগুনটুকু মিশে গেছে বালির নিচে
চাপা পড়ে আছে গন্ধকের গৃহ,
ধোঁয়া ঢাকা নদীতীর কোলাহল শূন্য।
ভাবতে পারো,এ কথাটা এখনও অনেকেই
জানতে পারেনি;বালির উপর অজ্ঞান ঘুম,
দেহ হা-খোলা-পোড়া,ঢেকে নিতে ইচ্ছুক
মুঠো ভর্তি শাড়ির প্রান্ত- আবিষ্কার আমার।
ফের ডাকলো আমাকেও দূরে মশাল আলো
আবিষ্কার ফেলে চললুম নিশি ডাকের মত,
ওঁরা দেখিয়েছিলো, বসুধা সরিয়েই দেখা যায়
ঝকঝকে চোয়াল,আর সেই জতুগৃহ।।