ঘর ছেড়ে দেখলুম অন্ধকারে দাঁড়িয়ে
আমাকে হাতছানি দিয়ে
ডাকছে তোমার ভালোবাসা।
সামনে দুই দিকে তাকালেম, একদিকে পথের ডাক - অন্যদিকে রাস্তার হাতছানি।
ভেবে ফেললুম নিমেষে,
পথেই নামি; নাহয় সবাই পথিক বলুক,
রাস্তার লোক শুনতে কেমন লাগে?
পথ নিয়ে গেল কঠিন পথে,সেখানে সবাই কেমন
অত্যাচারী যেমন,
যন্ত্রণা দিলো দুহাত ভরে।
এখন আমি কষ্টিপাথর,
ইচ্ছে হলেই ছুঁতে পারি
তোমার ভালোবাসা।
দেখতে পারি তোমায় ইচ্ছে হলেই
সজল চোখ ভরে।
শুধু তোমার কাছে এলেই তুমি
দূরে,দূরে যাও সরে।।