তোর যেরকম বাতিকগ্রস্ত দাবী
আমি শুধু একটা কথাই ভাবি,
যখন তখন ছুঁয়ে দিতে চাস
শরীর জুড়ে কিসের গন্ধ পাস?
তোর আসলে অদ্ভুত সব চাওয়া
শীত চেনায় যেমন শীতল হাওয়া।
নাকের ডগায় রাগখানা তোর ভারী
আমিও তেমন করতে পারি আড়ি,
তোর যেমন অস্থির মন-চোখ
আমারও তেমন ভাল্লাগেনা রোগ।
এমনি করেই দিব্যি আছি বেশ
সাজিয়ে নিচ্ছি রূপকথার এক দেশ।