কঠোর বাস্তব কুঁড়ে খায়
ইচ্ছের দানা; সমাজ বোঝায়
স্বপ্ন দেখায় মানা ।
প্রতি রাতে খুন হয়
অজস্র চিন্তার ভিড়ে চাপা
পড়া, আমার যৌবন।
বুক ফাটে শীৎকারে
মূক তবু মুখ।
শুধু এই মন বোঝে
এ কেমন সুখ।।