গত পাঁচ বছরে একবারও
শুনিনি ;বলেছিস অবশ্য তবে
বিলিতি ভাষার বলা কি আর
অত সহজে হৃদয় ছোঁবে?
এখন যখন শ্রাবণ মাসে
মেঘের চাদর জড়িয়ে পাশে
বসবি এসে;
আমি কিন্তু বৃষ্টি হব,
ফোঁটায় ফোঁটায় তোকে ছুঁয়ে
তোর বুকেতেই মিলিয়ে যাব।
"পাগলী "বলে ডাকবি যখন
হালকা হাসি সঙ্গে করে,
ওই ডাকেতেই মাতাল হব
গর্বেতে বুক উঠবে ভরে।
আলতো ছোঁয়ায় চিবুক তুলে
দেখবি যখন চেনা হাসি,
তখন না হয় বলেই ফেলিস
'আজও তোকেই ভালোবাসি'।।