কত যুগ ধরে হেঁটেছি পথ
নানা অলিগলি, নানা শপথ।
অশ্রু শুকিয়ে রক্ত ঝরে চোখ
গাল ভরা হাসি তবু দেখে শুধু লোক।
তুমি কি দেখেছ সেই?
নেই, আজ আর নেই - কাজলে ঢেকেছি,
ব্যর্থতার উপহাস সব
রেখেছি মনের কোণে - সাজিয়ে রেখেছি ।
ওরা রাতে স্বপ্ন দেখায়,
বুক ভাঙলে আশা জাগায় ।
একাকীত্বের সঙ্গী ওরা
একলা ঘরে ভিড় জমায়।
ব্যর্থতা যেমন ভাঙতে পারে
স্বপ্ন গড়ে তেমনই,
প্রতিক্ষণে পাশে থাকে
বন্ধু সে এমনই।।