কালবেলা পেরিয়ে বিষন্ন রাত
হাতছানি দিয়ে ডাকছে, দেখছি
ক্লান্ত চাঁদের ধীর পায়ের ছাপ
মুছে দিচ্ছে আঁধারের চাদর।
শুধু জেগে আছে অতীত,
ডেকে চলেছে অবিরাম,
মুখ নামিয়ে দেখলাম, সেখানে
শুয়ে আছে, ঘুমিয়ে আছে
        আমার পূর্বপুরুষ ।।