রোজ দেখি রাস্তার পার ধরে
হেঁটে চলে 'একটা মাতাল' ;
নাম জানিনা,সবাই তাকে
মাতাল বলেই ডাকে ।


মনে ভাবি,প্রশ্ন করি
'কিসের নেশায় মাতাল হলে?
সুরাপানে কি-সুখ পেলে?'
হয়তো ওর জবাব হবে
'প্রেমের ক্ষত' কিংবা হয়তো
এগিয়ে যাবে নিজের মতো,
দুঃখগুলো নতুন করে আবার পাবে।
অন্ধকারের গল্পগুলো বলতে গেলে
লোক যদি ওকে পাগল বলে!


তাই মনে ভাবি,
থাক তবে ও নিজের মতো
আগলে ধরে বুকের ক্ষত,
আমিও না হয় দেখবো শুধু
লোকের মতো -


রাস্তার পার ধরে বেসামাল
রোজ হেঁটে যায় 'একটা মাতাল'।।