জানালায় চোখ দেখে বৃষ্টির উন্মত্ততা,
খাটের কোণে বসে একাকী মন
কানে হেডফোন,
ঘরের আলো টিমটিম
বেতারে সুর, "ন‌য়না বরসে রিমঝিম রিমঝিম" ।
ধোঁয়া ওঠা চা - এ মন জুড়ায়,
এমনই দিনে তারে বলা যায়,
"এমনই দিনে তারে বলা যায় "।।