সে রাতে আকাশ মেঘাচ্ছন্ন চুপ
গভীর শোকাহত সব তারা,
সে রাতে খোকার ক্ষিদে ছিল খুব
পরদিন আর ছিলোনাকো সাড়া ।
মাটি খুঁড়ে, ড্রেনে, বস্তির পাশে
কী যেন খেয়েছে খুঁটে,
কদ্দিন হবে অভুক্ত ছিল?
দিন সত্তর মোটে।
অভুক্ত জন্মে, অভুক্ত মরে
এই আমাদের দেশ,
কে দিল খবর? ফিরাও নজর
ভালোই তো আছো বেশ ।।