যদি আমি এমনটা না হতাম,
যদি আমার হৃদয়
পাথর ভেঙে গড়ত সৃষ্টিকর্তা ।
ভালোবাসার সমুদ্র যদি এক নিমেষে
ধূসর মরু হতো, আর আমি মরীচিকা ।
রবিঠাকুর যদি না লিখতেন,
তাঁর সৃষ্টি যদি আমাকে না ছুঁতো ।
শক্তিবাবু, শঙ্খবাবু, জয়বাবু তোমাদের -
তোমাদের লেখাগুলো পড়ে যদি
কবিতা-পাগল না হতাম ।
অল্প বয়সেই যদি বখে না যেতাম,
এত ভাবনা ভাবতে না পারতাম ।
সাহিত্য সাহিত্য করে লাফিয়ে,
কলমের কালি নষ্ট করে,
লোকের মাথা খেয়ে-
ছাইপাশ না লিখতাম ।
তবে কি হতো? কী হতো আমার?