রাত কালো বিভীষিকা
জমেছে চোখে,
মাটি ঢেকেছে এই
এলো চুল আভরণ ।
আশার আলো খোঁজে
পূজারিণীর প্রদীপ চোখ।
রাধার বিরহে আড়াল পড়ে
আমার প্রেমের কথা,
কোথাও পাঁচালী রচেনা
আমার বিরহ ব্যাথা ।
প্রতিক্ষণে পূজি তোমায়
না পাই তব চরণ,
ভালোবেসে রাধা মরে
মীরার হয়না মরণ ।
পেয়েও যাকে হেলায় হারায় রাধা, অপেক্ষায় তার দিনরাতি
পেতে ও দুটি চরণ
জড়িয়ে গেরুয়া বসন
প্রেমের ভজন গাই,
রাধা নয়, আমি সেই মীরাবাঈ ।