ওই যে দেখো বৃষ্টির জল
ঝরে পড়ছে অবিরাম,
না জানি ওর কত রূপ
না জানি ওর কত নাম ।
কারও কাছে বৃষ্টির জল
প্রিয়তমের স্পর্শ,
একটুখানি ছুঁতে পেরেই
মনে জাগে হর্ষ ।
কারও আবার দুখের সাথী
চোখের কোণায় ঝরে,
আবছা চোখে পুরনো সব
স্মৃতি মনে পড়ে ।
কারও মনের তৃপ্তির সুখ
মুখে জাগে স্পষ্ট,
কারও কাছে বড় দুর্ভোগ
মাথা বাঁচানোর কষ্ট ।
প্রেম - প্রণয়, বিরহ - জ্বালা
কত না রূপেই তার আসা,
নাম না জানা রূপের মাঝে
বুঝি বা আমিও অজানা বর্ষা ।।