মেঘ - পাহাড়ের প্রেমের মাঝে বর্ষা যেন তৃতীয় জন
না জানি কবে পাহাড়কে সে দিয়েছিল নিজের মন,
বর্ষা মেঘের দুখের সাথী,মেঘের জন্য নিজেই ঝরে
পাহাড়কে সে ভালোবাসে,তার উপরেই আছড়ে পড়ে ।
ত্রিকোণ প্রেমের এই খেলাতে বর্ষা বড়ই অসহায়
চাইতে গিয়ে ভালোবাসা, সে তো কেবল দুঃখ পায় ।
মেঘ - পাহাড়ের অপূর্ণ প্রেম পূর্ণ করতে গিয়ে কেবল
কষ্ট চেপে বুকের মাঝে ঝরায় শুধু চোখের জল ।
বর্ষায় যে জল ঝরে, সবই তো তার অশ্রু কণা
সবাই তাতে স্নিগ্ধ হয়, কষ্টটা তার যায়না জানা।।